নারীর উত্তরাধিকার : সমতা ও অপপ্রয়োগ | Women's Inheritance: Equality and Misapplication

Authors

  • Mohammad Maseehur Rahman Associate Professor and Head of the department of Arabic, Aliah University, Kolkata, India.

DOI:

https://doi.org/10.58666/9z8pbe20

Keywords:

Islam, women, women's inheritance, law of inheritance

Abstract

The distinctive and the preeminent feature of the Islamic ideology is its law of Inheritance. How we are to lead our life with all the necessities during our life span and even after death, how the properties to be distributed to the deserving ones and looked after, so no issue occurs, every minute details is mentioned in this law. Ofcourse, the law made by Islam is the most scientific and logical. In this article, which hasbeen prepared through analytic and described methods the only motive that has been indicated is the respect and lineage of the women in society. Not only that she should not be deceived, but the relationship between men and women, their needs, have been given the highest priority. Side by side, the security of the women is also mentioned here. It has also been proven, that the women have been given the highest part of property in the law of Inheritance.    

সারসংক্ষেপ : ইসলামী জীবন বিধানের বিশেষ বৈশিষ্ট্য ও অপার সৌন্দর্য হলো এর উত্তরাধিকার বিধান। এ বিধানে মহান আল্লাহ মানুষের জীবদ্দশায় তার সকল প্রয়োজনের কথা যেমনিভাবে বিবেচনায় রেখেছেন, তেমনি তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া সম্পদ নিয়ে যেন কোনো বিশৃংখলা সৃষ্টি না হয় এবং প্রকৃত প্রাপকেরা যেন এর উত্তরাধিকারী হতে পারে সে লক্ষ্যে সুস্পষ্ট বিধান প্রণয়ন করেছেন।  উত্তরাধিকারের ব্যাপারে ইসলামের প্রণীত বিধান নিঃসন্দেহে অত্যন্ত বিজ্ঞানসম্মত ও যৌক্তিক।  বর্ণনা, ও বিশ্লেষণমূলক পদ্ধতিতে রচিত এ প্রবন্ধটিতে একথা প্রমাণের প্রয়াস চালানো হয়েছে যে, ইসলামী জীবন বিধানে নারী কিংবা অন্য কাউকেই ঠকানোর তো প্রশ্নই আসে না; বরং নারী ও পুরুষ উভয়ের বেলায়ই তার প্রয়োজন ও চাহিদা এবং তার সাথে সম্পৃক্ত অন্যদের প্রয়োজন ও চাহিদাকেই সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়েছে। সেই সাথে একজন নারীর আপদকালীন নিরাপত্তার কথাকেও বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে।  প্রবন্ধটিতে আরো প্রমাণ করা হয়েছে যে, সার্বিক বিবেচনায় ইসলামের উত্তরাধিকার আইনে একজন পুরুষকে নয়, বরং একজন নারীকেই যে অধিক অংশ দেয়া হয়েছে। 

Downloads

Published

2023-10-17

How to Cite

নারীর উত্তরাধিকার : সমতা ও অপপ্রয়োগ | Women’s Inheritance: Equality and Misapplication. (2023). ইসলামী আইন ও বিচার | Islami Ain O Bichar, 13(51&52), 161-168. https://doi.org/10.58666/9z8pbe20

Similar Articles

1-10 of 134

You may also start an advanced similarity search for this article.